Sunday, October 19, 2025

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া সফরে নেমেছে সেলেসাওরা। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয়ের পর মঙ্গলবার (১৪ অক্টোবর) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বিকেল ৪টা ৩০ মিনিটে জাপানের আজিনোমোটো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল দলের হয়ে কার্লো আনচেলত্তি আবারও মাঠে নামাতে পারেন ম্যাথিউস কুনহাকে। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে রাখা হতে পারে রিচার্লিসনের ঠিক পেছনে। মধ্যমাঠে ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরো গড়ে তুলতে পারেন দারুণ জুটি। অন্যদিকে, রক্ষণভাগে গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও এডার মিলিতাও একসঙ্গে খেলার সম্ভাবনা প্রবল, যারা শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার গোল হজম করেছেন।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

কার্লো আনচেলত্তির অধীনে দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টোকিওতে ফুরফুরে মেজাজে ব্রাজিল। টানা দুই ম্যাচে একাধিক গোল করে আক্রমণভাগের ধার ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে সেলেসাওরা।

ইতালিয়ান কোচের অধীনে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি ক্লিন শিট ধরে রেখেছে ব্রাজিল। এর মধ্যে চার ম্যাচের তিনটিতে জয় এবং একটিতে হারের মুখ দেখেছে তারা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তির দায়িত্ব পালন শুরুর এই ধারা নিঃসন্দেহে ইতিবাচক।

আরও পড়ুনঃ  ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

ব্রাজিল-জাপান ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি-চ্যানেল সরাসরি সম্প্রচার না করলেও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া মোবাইলে আনঅফিশিয়াল একাধিক আ্যপস রয়েছে যেগুলোর মাধ্যমেও দুই দলের লড়াইটি উপভোগ করা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ