Sunday, October 19, 2025

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

আরও পড়ুন

মিড অন দিয়ে জোমেল ওয়ারিকনকে চার মারলেন ভারতের লোকেশ রাহুল। তাতেই নিশ্চিত হলো ভারতের ৭ উইকেটের জয়। এই জয়ে শুভমান গিলের মুকুটে যোগ হলো আরও একটি পলক। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে গিলের নেতৃত্বাধীন ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন গিল। ঘরের মাঠে ২৯৬ টেস্টে ভারতের এটি ১২২তম জয়।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ম্যাচটা তিন-চার দিনের মধ্যেই শেষ করতে পারত। তেমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সোমবার (১৩ অক্টোবর) চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দশম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস। ১২১ রানের লক্ষ্যে নেমে গতকাল অর্ধেকের বেশি সেরে রেখেছিল ভারত। বাকি কাজ সারতে মঙ্গলবার (১৪ অক্টোবর) পঞ্চম দিনে ভারতের লেগেছে কেবল ৬১ মিনিট।

আরও পড়ুনঃ  রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

আগের দিনের এক উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামেন রাহুল ও সুদর্শন। সকালের শুরুতে তারা সাবধানী শুরু করেন। ইনিংসের ২৮তম ওভারে এসে খেরি পিয়েরির ওপর চড়াও হন রাহুল। সেই ওভারে একটি ছক্কার সঙ্গে একটি চার মেরে ১০ রান আনেন। পরের ওভারে অবশ্য উইকেট হারায় ভারত। চেজের বলে সোজা ব্যাটেই খেলেছিলেন সুদর্শন। তবে আউট সাইড এজ হয়ে বল চলে যায় স্লিপে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন হোপ। ৫ চারে ৭৬ বলে ৩৯ রান করে ফিরতে হয় সুদর্শনকে।

আরও পড়ুনঃ  বেড়াতে এসে বাসচালকের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

চারে নেমে সুবিধা করতে পারেননি গিল। চেজের ওপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন তিনি। ডানহাতি অফস্পিনারকে একটি করে ছক্কা ও চার মারার পর আবারও বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ভারতের অধিনায়ক। পরের ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। একটু পর জোমেল ওয়ারিকানকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার ও ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯; চেজ ২/৩৬, ওয়ারিক্যান ১/৩৯)। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০। ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

আরও পড়ুনঃ  কফ সিরাপ কি স্বাস্থ্যের জন্য নিরাপদ, যে পরামর্শ দিলেন চিকিৎসক

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ