Sunday, October 19, 2025

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

আরও পড়ুন

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ওই তিন ম্যাচ জিতেছিল তারা।

আরও পড়ুনঃ  সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গত দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করার তানজিদ তামিমের জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। মির্ডল অর্ডারে জাকের আলীর জায়গা নিতে পারেন শামীম হোসেন। পেস বোলিংয়ে দলে থাকা নাহিদ রানা এই সিরিজে এখনো ম্যাচ পাননি। তাকে তানজিম সাকিবের জায়গায় দলে দেখা যেতে পারে।

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হবে আফগানিস্তান।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ