Sunday, October 19, 2025

ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

আরও পড়ুন

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই নিহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টার দিকে গরু বাজারসংলগ্ন খোয়াই বাঁধ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই মাদকাসক্ত রনি মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

খবর পেয়ে সদর থানার ওসি একে এম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে ছুটে যায়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ