Sunday, October 19, 2025

অ্যাটলির সিনেমায় যশ | কালবেলা

আরও পড়ুন

‘জওয়ান’-এর বিশ্বজোড়া সাফল্যের পর যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। বর্তমানে ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত এই নির্মাতা। কিন্তু এখানেই শেষ নয়, এবার নাকি ‘কেজিএফ’ তারকা যশকে নিয়ে আসছেন তার পরবর্তী ছবিতে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন অ্যাটলি। সেখানে পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।

আরও পড়ুনঃ  বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।

এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’
ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

আরও পড়ুনঃ  হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

এদিকে যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ